বুধবার (১৭ জুলাই) বিকেলে বনগাঁওয়ের সাধাপুর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রিফাত শেখ ওই এলাকার দাদন শেখের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা থেকে রিফাত নিখোঁজ ছিল। বুধবার বিকেলে তার মরদেহ সাধাপুর এলাকার একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন শাহ বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এমআরএ/এনটি