শনিবার (২০ জুলাই) তাকে পাওয়া যায় বলে জানায় নাদিমের পরিবার।
এর আগে শুক্রবার (১৯ জুলাই) বিকেল থেকে নিখোঁজ ছিল শিশু নাদিম।
নাদিমের বাবা ফরিদ মিয়া বাংলানিউজকে বলেন, আমার ছেলে নাদিমকে পাওয়া গেছে। কুমিল্লা রেলওয়ে স্টেশনে কয়েকজন পথচারী কান্নারত অবস্থায় এক শিশুকে দেখতে পায়। পরে তারা ওর কাছ থেকে বাসার মোবাইল নম্বর নিয়ে কল করে। কথা বলে নিশ্চিত হই যাকে পাওয়া গেছে সে আমাদের নাদিম।
এলাকার কাউন্সিলার মো. লিমন মিয়া বলেন, কুমিল্লা রেলওয়ে স্টেশনে নাদিমকে পাওয়া গেছে খবর পাওয়ার পর আমরা শ্রীমঙ্গল থেকে লোক পাঠিয়েছি। আশা করা যাচ্ছে, তারা নাদিমকে নিয়ে শনিবার রাতেই শ্রীমঙ্গল পৌঁছাবে। পরে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
বিবিবি/এইচএডি