শনিবার (২০ জুলাই) সন্ধ্যায় হাফিজাবাদ ইউনিয়নের মাহানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এলাকাটির মৃত আইজুদ্দীনের ছেলে শহিদুল হক (৪০) এবং তার দুই ছেলে নাজিরুল ইসলাম ও আশাদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহানপাড়ার একটি বাড়ির জন্য টানা বৈদ্যুতিক তার ছিঁড়ে ওই খালের পানিতে পড়ে থাকে। পরে শহিদুল হক সেখানে মাছ ধরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। একপর্যায়ে বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন তার বড় ছেলে নাজিরুল ইসলাম। কিন্তু তার বাবাকে ধরতে পানিতে নামলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর আবার বাবা এবং বড়ভাইকে বাঁচাতে পানিতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হন আশাদুর রহমানও।
একপর্যায়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তারা তিনজনের মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা দেখে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক মঈন খন্দকার বাংলনিউজকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তারা তিনজনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
টিএ