শনিবার (২০ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।
বিপ্লব বড়ুয়া বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি উপ সংঘরাজ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম, কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সওয়ার কাজল, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, জেলা ঈমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিদ্দিকী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ, কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শংকর বড়ুয়া ও কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক প্রধান ডা. নোবেল বড়ুয়া।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, সম্প্রীতি সমাবেশ উদযাপন কমিটির আহ্বায়ক অমরবিন্দু বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উদযাপন কমিটির সদস্য সচিব রজত বড়ুয়া রিকু।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এসবি/টিএ