শনিবার (২০ জুলাই) দিনগত রাতে উপজেলার বলনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- শরীফা আক্তার (৪৮) ও তার নাতি আরমান হোসেন (৮)।
নেত্রকোণা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বাংলানিউজকে জানান, বন্যপ্রাণীর হাত থেকে বাড়ির হাঁস-মুরগি রক্ষা করতে খোয়ারে চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়ে পরিবারটি ফাঁদ তৈরি করেন। রাতে খোয়ারে হাঁস-মুরগি ঠিক আছে কি না দেখতে গেলে অসাবধানতাবসত দাদি-নাতি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
আরআইএস/