রোববার (২১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির আলী নওগাঁ জেলার পোরশা উপজেলার দিঘিরাজ গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায় রোববার সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কের নজরপুর নামক স্থানে নওগাঁর পোরশাগামী একটি ছোট ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটো ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আমিরের মৃত্যু হয়।
গুরুতর আহত ভ্যানের অপর দুই যাত্রী এনামুল ও সিফাতকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
আরএ