পারের অপেক্ষায় ট্রাক। ছবি: বাংলানিউজ
মানিকগঞ্জ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন পারাপারের একমাত্র মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট। পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী পরিবহন না থাকায় পারাপার করা হচ্ছে হচ্ছে পণ্য বোঝাই ট্রাক।
রোববার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এমন চিত্র দেখা যায় পাটুরিয়া ঘাট এলাকায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে বলেন, সকাল ৭টা থেকে যাত্রীবাহী পরিবহন শূন্য পাটুরিয়া ফেরিঘাট এলাকা।
বর্তমানে পণ্য বোঝাই ২৫০ ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রীবাহী পরিবহন না থাকায় শুধু পণ্য বোঝাই ট্রাক পারাপার করা হচ্ছে।
বর্তমানে এ নৌরুটে যানবাহন পারাপারের কাজে নিয়োজিত রয়েছে ১১টি ফেরি। ৪টি ফেরি ভাসমান কারখানা মধুমতিতে মেরামতের জন্য আছে বলে জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।