রোববার (২১ জুলাই) ডিএসসিসি আয়োজিত মশক নিধন অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, আজ থেকে আমাদের ৫৭টি ওয়ার্ডের ইনস্পেকশন টিম বিভিন্ন বাসা বাড়িতে যাবে।
তিনি আরও বলেন, এডিস মশা ময়লা পানিতে জন্মায় না। স্বচ্ছ পানি, বাসাবাড়ির আঙিনা, ছাদের টব ইত্যাদি স্থানে এডিস মশা জন্ম নেয়। তাই এগুলোকে নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। আসুন সবাই মিলে একযোগে এডিস মশার বংশ ধ্বংস করি। সম্মিলিত ভাবে কাজ করতে পারলে এ উদ্বেগজনক পরিস্থিতি ঠিক করা সম্ভব। তাই আসুন ডেঙ্গুমুক্ত শহর গড়ি।
মেয়র জানান, বর্তমানে ৬৮টি ভ্রাম্যমাণ স্বাস্থ্য টিম কাজ করছে। ৫৭টি ওয়ার্ডে এ পর্যন্ত ২১ হাজার ৫৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছু কিছু এলাকায় ডেঙ্গু রোগী পাওয়া গেছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ সময় পার্শ্ববর্তী সিটি করপোরেশনগুলোকেও মশা নিধনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ঢাকা দক্ষিণের মেয়র।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এসএমএকে/এইচএডি