প্রতীকী ছবি
বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সুফিয়ান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২০ জুলাই) দিনগত রাতে উপজেলার পয়সা গ্রামে কালি পূজার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই রাতে পয়সা গ্রামে কালি পূজার অনুষ্ঠানে যায় সুফিয়ান।
সেখানে অনুষ্ঠান চলাকালীন সময়ে সাউন্ডবক্সে হাত দেওয়ার ফলে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে আহত অবস্থায় সুফিয়ানকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবু সুফিয়ান আগৈলঝাড়া উপজেলার পশ্চিম পয়সা গ্রামের বাসিন্দা।
এদিকে খবর পেয়ে রোববার (২১ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) নকিব আকরাম।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এমএস/ এইচএডি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।