রোববার (২১ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন সংস্থাটির উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন (দুদক সজেকা ঢাকা-১ এর মামলা নং-৬)।
অভিযোগের বিবরণীতে বলা হয়, এক কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৬৫১ টাকার জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রেখে এবং দুদকে মিথ্যা তথ্য সম্বলিত সম্পদ বিবরণী দাখিল করার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাহাবুদ্দীন নাগরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ২০১৬ সালের ৮ আগস্ট সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করে দুদক। একই বছরের ২৬ ডিসেম্বর তিনি কমিশনের সচিব বরাবর সম্পদ বিবরণী দাখিল করেন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এসএমএকে/জেডএস