রোববার (২১ জুলাই) দুপুরে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান বিষয়টি জানান।
শনিবার (২০ জুলাই) দিনগত রাতে চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পিয়াস মিয়া পাকুন্দিয়া উপজেলার চরফরাদী গ্রামের রুবেল মিয়ার ছেলে।
কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে পাকুন্দিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এনটি