রোববার (২১ জুলাই) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার মোজারমেল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক সিরাজগঞ্জ জেলার শেরপুর থানা সুবর্ণসারা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে সাইফুল রাস্তা পারাপারের জন্য নবীনগর-চন্দ্রা মহাসড়কে পাশে দাঁড়িয়ে ছিলো। এসময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান রাজধানী পরিবহনের বাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে সাইফুলকে চাপা দেয়। পরে আশেপাশের লোকজন গুরুতর আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষটি নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্শেদ তালুকদার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান জব্দ ও চালককে আটক করা হয়েছে। এছাড়া নিহত যুবকের পরিবারের আবেদনে মরদেহ উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এসএইচ