রোববার (২১ জুলাই) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আল আমিন হোসেনপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আড়াইবাড়িয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
নিহত কলেজছাত্রের মামাতো ভাই ওমর ফারুক খান জনি বাংলানিউজকে জানান, ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য নির্বাচিত হয়েছিল আল আমিন। সে বেগুনবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করার সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরে তাকে বড় মগবাজার এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। নয় দিন চিকিৎসার পর রোববার সকালে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
আরএ