এতে বলা হয়, বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৯২ এর ৩(২) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগের বিষয়ে নবনিয়োগ ৩১ জন, পুনঃনিয়োগ ৩২ জন ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি সাতজনসহ মোট ৭০ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।
এদিকে জনস্বার্থে ভিন্ন একটি প্রজ্ঞাপনে ২৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র গ্রহণ করে তাদের নিয়োগ আদেশ বাতিল করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এমআইএইচ/ইএস/এমএ