ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন ৭০ আইনজীবী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন ৭০ আইনজীবী

ঢাকা: ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে ৭০ জন আইনজীবীকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২১ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত নিয়োগ আদেশ জারি করেছে।

এতে বলা হয়, বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৯২ এর ৩(২) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগের বিষয়ে নবনিয়োগ ৩১ জন, পুনঃনিয়োগ ৩২ জন ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি সাতজনসহ মোট ৭০ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।

এদিকে জনস্বার্থে ভিন্ন একটি প্রজ্ঞাপনে ২৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র গ্রহণ করে তাদের নিয়োগ আদেশ বাতিল করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এমআইএইচ/ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।