আটক ১৯ জুয়াড়ি। ছবি: বাংলানিউজ
ময়মনসিংহ: ময়মনসিংহে অভিযান চালিয়ে ১৯ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
রোববার (২১ জুলাই) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে আটক জুয়াড়িদের মধ্যে ১৬ জনের নাম জানানো হয়েছে।
তারা হলেন, মনির হোসেন (৩৯), নাছির উদ্দিন (২৩), রবি হোসেন (৩০), কামাল উদ্দিন (৪৫), সেলিম মিয়া (৩৫), ইমান আলী (৩৫), সোহেল মিয়া (৩১), রুক্কু মিয়া (৩১), জাহাঙ্গীর আলম (৪৩), খোকন মিয়া (৩৬), রাজীব দেওয়ান (৩৮), স্বপন মিয়া (৪৫), কামাল মিয়া (২৬), ডালিম মিয়া (৩৫), নুরুজ্জামান মিয়া (৪০) ও আফাজ উদ্দিন (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দের বলেন, শনিবার (২০ জুলাই) দিনগত রাতে নগরীর পাটগুদাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ঘরের ভেতর থেকে জুয়া খেলারত অবস্থায় পাঁচ বান্ডিল তাস ও নগদ ৯ হাজার ৩শ টাকাসহ ওই জুয়াড়িদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এমএএএম/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।