রোববার (২১ জুলাই) বিকেলে উপজেলার গুমাণীগঞ্জ ইউনিয়নের খরিয়া ও মহিমাগঞ্জ ইউনিয়নের জিড়াই গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
রহমান খড়িয়া গ্রামের কুয়েত প্রাবাসী শাহ আলমের ছেলে ও জান্নাতি আক্তার জিড়াই গ্রামের আব্দুল মজিদ মিয়ার মেয়ে।
গুমানিগঞ্জ ইউপি চেয়ারম্যান এসএম রিপন বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ির উঠানে শিশু নিশাত খেলা করছিল। এক পর্যায়ে সে বাড়ির পাশে বন্যার পানি ভর্তি খালে পড়ে নিখোঁজ হয়। পরে বিকেলে খাল থেকে ওই শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবর রহমান বাংলানিউজকে জানান, দুপুর থেকে শিশু জান্নাতির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশে বন্যার পানিতে প্লাবিত একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এনটি