ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
গোবিন্দগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় বন্যার পানিতে ডুবে জান্নাতি আক্তার (৮) ও নিশাত রহমান (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুলাই) বিকেলে উপজেলার গুমাণীগঞ্জ ইউনিয়নের খরিয়া ও মহিমাগঞ্জ ইউনিয়নের জিড়াই গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

রহমান খড়িয়া গ্রামের কুয়েত প্রাবাসী শাহ আলমের ছেলে ও জান্নাতি আক্তার জিড়াই গ্রামের আব্দুল মজিদ মিয়ার মেয়ে।

গুমানিগঞ্জ ইউপি চেয়ারম্যান এসএম রিপন বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ির উঠানে শিশু নিশাত খেলা করছিল। এক পর্যায়ে সে বাড়ির পাশে বন্যার পানি ভর্তি খালে পড়ে নিখোঁজ হয়। পরে বিকেলে খাল থেকে ওই শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবর রহমান বাংলানিউজকে জানান, দুপুর থেকে শিশু জান্নাতির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশে বন্যার পানিতে প্লাবিত একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।