রোববার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ওই বৃদ্ধ নিখোঁজ হন।
নিখোঁজ বৃদ্ধের ছেলে মাহফুজ জানান, প্রতিদিনের মতো সকালে তার বাবা বাড়ি সংলগ্ন ছোট ফেনী নদীর দক্ষিণ পাশের জমিতে হাল চাষ করতে যান।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে বিকেল ৪টার দিকে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল এসে নদীতে নিখোঁজ বৃ্দ্ধকে খোঁজার চেষ্টা করলেও তার কোনো সন্ধান পায়নি।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এসএইচডি/এএটি