রোববার (২১ জুলাই) দিনগত রাতে বাড্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জাফর, শাহীন ও বাপ্পী।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, গণপিটুনির ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে। মোবাইলে ধারণ করা একটি ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।
জানা যায়, শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে যান তাসলিমা বেগম রেনু (৪০)। এসময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গণপিটুনিতে হত্যা করা হয়।
এ ঘটনায় বাড্ডা থানায় অজ্ঞাত ৪শ’ থেকে ৫শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ভাগিনা নাসির উদ্দিন।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
পিএম/একে