বুধবার (৩১ জুলাই) রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়ি এনায়েতনগর এলাকার নুরুজ্জামানের ছেলে ফয়সাল মূলত এসি, ফ্রিজ মিস্ত্রী।
ফয়সালের মা শিউলি বেগম জানান, বুধবার বিকেল ৩টায় বাসা থেকে বের হয় ফয়সাল। পরে রাত ৮টায় জানতে পেরেছেন তার ছেলে হাসপাতালে।
ফয়সালের খালাতো ভাই আসিফ জানান, ফয়সালের সঙ্গে শহরের বরফকল এলাকার এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। বুধবার বিকেলে সেখানেই আসেন ফয়সাল। পরে সেখানে মারধরের পর ফয়সালের মরদেহ হাসপাতালে আনা হয়।
৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সেলিনা আক্তার জানান, ফয়সাল নামের এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার থুঁতনিতে আঘাতের দাগ রয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন জানান, ফয়সালের মৃত্যুর ঘটনায় পাঁচজনকে বরফকল এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের আগে স্পষ্ট বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
জেডএস