ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় ছেলের ইটের আঘাতে বাবার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
খুলনায় ছেলের ইটের আঘাতে বাবার মৃত্যু

খুলনা: খুলনায় ছেলের ইটের আঘাতে বাবা ওবায়দুর রহমান (৬৫) নিহত হয়েছেন। বাবার ধারালো দায়ের কোপে মারাত্মক জখম হয়েছে ছেলে নাহিদ (১৪)।

বুধবার (৩১ জুলাই) রাতে মহানগরের খালিশপুর থানার রমজানের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওবায়দুর রহমান বৃহস্পতিবার (১ আগস্ট) ভোরে বাড়িতে মারা যান।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সোনালী সেন বাংলানিউজকে জানান, বুধবার রাতে ওবায়দুর রহমানের সঙ্গে তার ছেলে নাহিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওবায়দুর রহমান দা দিয়ে নাহিদকে কোপায়। এসময় নাহিদও ইট দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। নাহিদের মাথায় সাতটি সেলাই লেগেছে। চিকিৎসা নিয়ে দুজনই বুধবার রাতে বাড়ি ফিরে যায়। এরপর বৃহস্পতিবার ভোরে ওবায়দুর রহমান মারা যান।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।