বুধবার (৩১ জুলাই) রাতে মহানগরের খালিশপুর থানার রমজানের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওবায়দুর রহমান বৃহস্পতিবার (১ আগস্ট) ভোরে বাড়িতে মারা যান।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সোনালী সেন বাংলানিউজকে জানান, বুধবার রাতে ওবায়দুর রহমানের সঙ্গে তার ছেলে নাহিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওবায়দুর রহমান দা দিয়ে নাহিদকে কোপায়। এসময় নাহিদও ইট দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। নাহিদের মাথায় সাতটি সেলাই লেগেছে। চিকিৎসা নিয়ে দুজনই বুধবার রাতে বাড়ি ফিরে যায়। এরপর বৃহস্পতিবার ভোরে ওবায়দুর রহমান মারা যান।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
এমআরএম/ওএইচ/