বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ইটনা সদর ইউনিয়নের হিরণপুর মিরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওই গ্রামের আলিম উদ্দিনের তিন বছর বয়সী জমজ সন্তান সোহেল ও জুয়েল।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলা করার সময় সবার অজান্তে হাওরের পানিতে পড়ে ডুবে যায় সোহেল ও জুয়েল। পরে তাদের না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে হাওরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদ জামান বাংলানিউজকে বিষয়টি জানান।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসআরএস