ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ইটনায় পানিতে ডুবে জমজ ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
ইটনায় পানিতে ডুবে জমজ ২ ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাওরের পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ইটনা সদর ইউনিয়নের হিরণপুর মিরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত শিশুরা হলো- ওই গ্রামের আলিম উদ্দিনের তিন বছর বয়সী জমজ সন্তান সোহেল ও জুয়েল।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলা করার সময় সবার অজান্তে হাওরের পানিতে পড়ে ডুবে যায় সোহেল ও জুয়েল। পরে তাদের না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে হাওরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদ জামান বাংলানিউজকে বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।