ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোলে পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
বেনাপোলে পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে সীমান্তের বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের হোসেনের ছেলে শাহাজান (২৪), আনোয়ারের ছেলে আতাউর (৪০), ভবারবেড় গ্রামের আইয়ুব হোসেনের ছেলে ফারুক (২৬) ও দিপু (২০), বিল্লাল হোসেনের ছেলে ইউছুপ (৩২), বড় আঁচড়া গ্রামের মনজুরুলের ছেলে খায়রুল ইসলাম (৩৬), ইউছুফের ছেলে জব্বার (৩৫), মানিকের ছেলে রুবেল (৩০), মজিদের ছেলে শহিদুল (৩৩), পুটখালী গ্রামের গোলামের ছেলে নাসিম ইলাইচ কুজো (৩৪) ও মালেকের ছেলে শরিফুল (২৭)।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিন্টু লাল দাস বাংলানিউজকে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।