‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’-এ স্লোগানে বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা কমপ্লেক্সের আশেপাশে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস-চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সি, হাজিরহাট ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী বক্তব্য রাখেন।
এছাড়া সভা ও র্যালিতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
এসআর/ওএইচ/