ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ধর্ষণ ও হত্যার দায়ে পিরোজপুরে একজনের ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
ধর্ষণ ও হত্যার দায়ে পিরোজপুরে একজনের ফাঁসি

পিরোজপুর: আপন ভাইয়ের মেয়েকে ধর্ষণ ও হত্যার দায়ে পিরোজপুরে নুর মোহাম্মদ চৌকিদার (৬০) নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামির বাড়ি মঠবাড়িয়া উপজেলার নলি তুলাতলী গ্রামে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২১ মার্চ আসামি তার আপন ভাই মহারাজ চৌকিদারের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী আমেনাকে (১৪) ধর্ষণ করে হত্যার পর বাড়ির পাশের একটি খালে ফেলে দেয়। পরে খাল থেকে তার মরদেহ পরিবারের সদস্যরা উদ্ধার করে।  

এ ঘটনায় একজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করা হয়। মামলার ভিত্তিতে আসামি নুর মোহাম্মদকে গ্রেফতার করলে তিনি আদালতে হত্যা ও ধর্ষণের ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করার পর দীর্ঘ সাক্ষ্য ও জেরার ভিত্তিতে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে বৃহস্পতিবার বিচারক এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা ও আসামি পক্ষে অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস মামলা পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।