ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

জাহালম-কাণ্ড: আসামি আমিনুলকে দুদকের জিজ্ঞাসাবাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
জাহালম-কাণ্ড: আসামি আমিনুলকে দুদকের জিজ্ঞাসাবাদ সালেকের স্থলে তিন বছর কারা ভোগ করা টাঙ্গাইলের জাহালম, ফাইল ফটো

ঢাকা: আলোচিত জাহালম-কাণ্ড মামলার অন্যতম আসামি আমিনুল হক সরকারকে আবারও জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে কেরানিগঞ্জ কারাগার থেকে তাকে দুদক কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি বলেন, জাহালমের মামলার আসামি আমিনুলকে দুপুরে দুদক কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাকে জিজ্ঞাসাবাদ করছেন। একই মামলায় গত ১৯ জুন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলেও জানান তিনি।

এর আগে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু তদন্তকালে ঠাকুরগাঁওয়ের সালেকের বদলে টাঙ্গাইলের জাহালমকে আসামি করা হয়। আসামি হিসেবে তাকে আবু সালেক ওরফে জাহালম উল্লেখ করা হয়। ফলে সালেকের স্থলে তিন বছর জেল খাটেন টাঙ্গাইলের জাহালম।

বিষয়টি মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর আদালতের নজরে আসে। পরে জাহালম অভিযোগ থেকে অব্যাহতি পান। আর এ মামলার অন্যতম আসামি আমিনুল হক।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসএমএকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।