বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে কেরানিগঞ্জ কারাগার থেকে তাকে দুদক কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি বলেন, জাহালমের মামলার আসামি আমিনুলকে দুপুরে দুদক কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু তদন্তকালে ঠাকুরগাঁওয়ের সালেকের বদলে টাঙ্গাইলের জাহালমকে আসামি করা হয়। আসামি হিসেবে তাকে আবু সালেক ওরফে জাহালম উল্লেখ করা হয়। ফলে সালেকের স্থলে তিন বছর জেল খাটেন টাঙ্গাইলের জাহালম।
বিষয়টি মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর আদালতের নজরে আসে। পরে জাহালম অভিযোগ থেকে অব্যাহতি পান। আর এ মামলার অন্যতম আসামি আমিনুল হক।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসএমএকে/টিএ