বৃহস্পতিবার (১ আগস্ট) ইউজিসি সচিব ড. মো. খালেদ ও নারায়ণা হেলথ সিটির চিফ অপারেটিং অফিসার (সিওও) জোসেফ পাসাঙ্গা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এ তথ্য জানিয়েছেন।
চুক্তি অনুষ্ঠানে জোসেফ পাসাঙ্গা বলেন, ইউজিসি পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিশেষ প্যাকেজ দেবে নারায়ণা হেলথ। ডাক্তারের সাক্ষাৎ-পরামর্শ, রোগী ভর্তি ও আবাসন সুবিধার বিষয়ে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়া হবে। এক্ষেত্রে একটি হটলাইন ও বিশেষ সুবিধা কার্ড চালু করা হবে।
উপমহাদেশে চিকিৎসা সেবায় বেশ জনপ্রিয়তা রয়েছে হৃদরোগ বিশেষজ্ঞ দেবী প্রসাদ শেঠির। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় ভারত থেকে আসার পর বাংলাদেশে আরও বেশি আলোচনায় আসেন এ চিকিৎসক।
ভারতের বিভিন্ন রাজ্যে নারায়ণা হেলথের ২৩টি শাখা রয়েছে। ২০১৭ সালে এটি এশিয়ার সেরা হেলথ কেয়ার ব্র্যান্ডের পুরস্কার পায়।
চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য ড. মো. আক্তার হোসেন, ড. দিল আফরোজা বেগম, ড. মো. সাজ্জাদ হোসেন, ইউজিসির বিভিন্ন বিভাগীয় প্রধানসহ নারায়ণা হেলথের প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমআইএইচ/একে