বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম আধুনিক সদর হাসপাতাল চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুল জলিল।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শাহীনুর রহমান সরদার প্রমুখ।
তিনটি ফগার মেশিন দিয়ে স্প্রে করার মাধ্যমে জলাশয় ও ভাসমান স্থানে মশা নিধন কার্যক্রম শুরু হলে এ কার্যক্রম দেখতে ভীড় জমায় উৎসুক মানুষ।
চলমান এ কার্যক্রম প্রতিদিন কুড়িগ্রাম পৌরসভা এলাকার বিভিন্ন জায়গায় পরিচালিত হবে বলে জানান সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এফইএস/এইচএডি