কিশোরগঞ্জ: পারিবারিক কলহের জের ধরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই আনন্দ রবিদাসের (৩০) ছুরিকাঘাতে বড় ভাই চন্দন রবিদাস (৩৫) খুন হয়েছেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার মাইজহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাইজহাটি গ্রামের গোলাপ রবিদাসের ছোট ছেলে আনন্দের সঙ্গে বড় ছেলে চন্দনের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল।
এরই জের ধরে দুপুরে বাড়িতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আনন্দ বড় ভাই চন্দনকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুহাম্মদ শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আনন্দকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।