বৃহস্পতিবার (০১ আগস্ট) বিমান বাহিনীর ঘাঁটি বাশারস্থ কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) আয়োজিত হয় এ অনুষ্ঠান।
এতে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ট্রফি বিতরণ করেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার।
বাংলাদেশ বিমান বাহিনীর ১৬ জন, ভারতীয় বিমান বাহিনীর ১ জন, মালয়েশিয়ান বিমান বাহিনীর ১ জন ও শ্রীলংকান বিমান বাহিনীর ১ জন কর্মকর্তা কোর্সে অংশ নেন।
বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ফারজানা শারমিন ‘বিমান বাহিনী প্রধানের সার্টিফিকেট ও ট্রফি’ লাভ করেন।
সনদ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মুশতাকুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান বাহিনীর ঘাঁটি বাশারের এয়ার অধিনায়কসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি মিশনের কূটনীতিক ও সামরিক উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
টিএম/এইচএডি