বৃহস্পতিবার (০১ আগস্ট) সন্ধ্যায় র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা হলেন- মো. রনি হোসেন (১৯), মো. রজব আলী (১৮) ও অপর এক কিশোর।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর সূত্রাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ‘লেজ টু পেজ' গ্যাং গ্রুপের ৩ সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব জানায়, তারা ৭ জনের একটি সংঘবদ্ধ কিশোর দল ২ থেকে ৩ বছর আগে ‘লেজ টু পেজ’ নামে একটি কিশোর গ্যাং গঠন করে। তারা স্থানীয় ও অন্য অপরাধী চক্রের ছত্রছায়ায় এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, সালিশ মীমাংসাসহ নানা অপকর্মে জড়িত বলে স্বীকার করে। তারা দীর্ঘদিন ধরে সদরঘাট, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গেন্ডারিয়াসহ আশপাশ এলাকায় তাদের কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
আসামিদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএমআই/এইচএডি