ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে তরুণীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে তরুণীর মৃত্যু

ফরিদপুর: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারমীন (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে তার মৃত্যু হয়। শারমীন মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার মো. রুবেল হোসেনের মেয়ে।

 

হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. কামদা প্রসাদ সাহা বাংলানিউজকে বলেন, গত রোববার (২৮ জুলাই) নিজ বাড়িতে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শারমীন। চারদিন চিকিৎসাধীন থাকার পর দুপুরে মারা যান তিনি।  

এর আগে, গত সোমবার (২৯ জুলাই) ঢাকা থেকে ডেঙ্গু জ্বর নিয়ে এসে ফরিদপুর হাসপাতালে ভর্তি হয়ে মারা যান ফরিদপুরের চরভদ্রাসন এলাকার সেলিম বিশ্বাস নামে একজন।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।