ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা সংকটে থাইল্যান্ডের সহায়তা চাইলেন মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
রোহিঙ্গা সংকটে থাইল্যান্ডের সহায়তা চাইলেন মোমেন থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদোনাইয়ের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানে থাইল্যান্ডের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। 

বৃহস্পতিবার (১ আগস্ট) ব্যাংককে থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদোনাইয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ সহায়তা চান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড গেছেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে বৃহস্পতিবার থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদোনাইয়ের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে আসিয়ানের সভাপতি হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানে থাইল্যান্ডের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন তিনদিনের সফরে বৃহস্পতিবার থাইল্যান্ড গেছেন। শুক্রবার (২ আগস্ট) থাইল্যান্ডে আয়োজিত আসিয়ান রিজিওনাল ফোরামের ২৬তম সম্মেলনে যোগ দেবেন তিনি। ড. মোমেন এই সম্মেলনে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে আসিয়ানের সদস্য দেশগুলোর সহায়তা চাইবেন। আগামী ৩ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ফিরবেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।