বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে উপজেলার চৌবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের জাহির শেখের ছেলে জহুরুল ইসলাম (৩০), ধলু শেখের ছেলে আব্দুল জব্বার (৩৪) ও একই উপজেলার ধোবড়া গ্রামের জহির আলীর ছেলে সাবান আলী (৩৫)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদে চৌবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে আটক ওই তিন মাদকবিক্রেতা আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৪৫০ বোতল ফেনসিডিল।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এসআরএস