ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে গুজব ছড়ানোর অভিযোগে যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
বরিশালে গুজব ছড়ানোর অভিযোগে যুবক আটক র‌্যাব সদস্যদের সঙ্গে আটক যুবক কাওছার। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে মো. কাওছার হোসেন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে বরিশালের বানারীপাড়া থানার মহিষাপোতা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, কাওছার ফেসবুক আইডির মাধ্যমে রাষ্ট্রের গুরত্বপূর্ণ ব্যক্তিদের মানহানিকর ছবি সংরক্ষণ ও দেশে সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টির জন্য বিভ্রান্তিমূলক পোস্ট প্রচার করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব বিভ্রান্তিমূলক পোস্ট শেয়ারের বিষয় স্বীকার করে নেয়।

এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মো. মামুনুর রশিদ বাদী হয়ে বানারীপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ৩১ (২) ধারায় একটি মামলা করেন।

বাংলা‌দেশ সময়: ২১২৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।