বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে বরিশালের বানারীপাড়া থানার মহিষাপোতা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, কাওছার ফেসবুক আইডির মাধ্যমে রাষ্ট্রের গুরত্বপূর্ণ ব্যক্তিদের মানহানিকর ছবি সংরক্ষণ ও দেশে সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টির জন্য বিভ্রান্তিমূলক পোস্ট প্রচার করে আসছিল।
এ ঘটনায় বরিশাল র্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মো. মামুনুর রশিদ বাদী হয়ে বানারীপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ৩১ (২) ধারায় একটি মামলা করেন।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএস/এইচএডি/