নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) তরিকুল ইসলাম এ জরিমানা করেন।
তিনি বলেন, দুপুরে তারাবো পৌরসভার রূপসী বাসস্ট্যান্ড এলাকায় মুদি, মনোহরি ও মিষ্টির দোকানে ভেজালবিরোধী অভিযান চালানো হয়।
এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য ও নিম্নমানের মিষ্টি তৈরি করায় নিউ মিষ্টি মুখকে ১০ হাজার টাকা, আদি মিষ্টান্ন ভাণ্ডারকে তিন হাজার, ইউসুফ স্টোরকে চার হাজার ও মোস্তফা এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে স্যানেটারি ফুডস সেফটি ইন্সপেক্টর মনিরুল ইসলাম ও রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল উপস্থিত ছিল।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।