ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

শেবাচিমে ডেঙ্গু শনাক্তে এনএসওয়ান পরীক্ষার উপাদান সংকট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
শেবাচিমে ডেঙ্গু শনাক্তে এনএসওয়ান পরীক্ষার উপাদান সংকট বরিশালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ছবি: বাংলানিউজ

বরিশাল: ব‌রিশালের শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (শেবাচিম) হাসপাতা‌লে ডেঙ্গু শনাক্তকরণ কিট এনএসওয়ান পরীক্ষার উপাদান সংকট দেখা দি‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (০১ আগস্ট) শেবাচিম হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ কিট সংকট দেখা দেয়। যদিও শিগগির এটি পাওয়া যা‌বে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

এ বিষয়ে তিনি বাংলানিউজকে বলেন, এ‌ন্টিজেন্টের সংকট এখন সবখানে। বিষয়‌টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।

কবে নাগাদ ডেঙ্গু শনাক্তকরণ কিট পাওয়া যাবে তা না জানালেও পরিচালক বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকা‌রে দেখা হ‌চ্ছে। ’

হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর শুরুর ৩/৪ দি‌নের ম‌ধ্যে এনএসওয়ান পরীক্ষা করা গে‌লে ডেঙ্গু আক্রান্ত কিনা তা শনাক্ত করা যায়। এ কা‌জেই এ‌ন্টি‌জেন্ট ব্যবহার করা হয়।

গত ১৬ জুলাই থে‌কে শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগী ভ‌র্তি হওয়া শুরু হয়। আজ (০১ আগস্ট) বিকেল পর্যন্ত এ হাসপাতাল থেকে ১৩৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর ম‌ধ্যে ৫৩ জন সুস্থ হ‌য়ে বা‌ড়ি ফি‌রে যান। মৃত্যু হয়েছে ২ জনের। এখনও হাসপাতালে ৭৯ জন চি‌কিৎসাধীন।

বাংলা‌দেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।