বৃহস্পতিবার (০১ আগস্ট) শেবাচিম হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ কিট সংকট দেখা দেয়। যদিও শিগগির এটি পাওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
এ বিষয়ে তিনি বাংলানিউজকে বলেন, এন্টিজেন্টের সংকট এখন সবখানে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কবে নাগাদ ডেঙ্গু শনাক্তকরণ কিট পাওয়া যাবে তা না জানালেও পরিচালক বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ’
হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর শুরুর ৩/৪ দিনের মধ্যে এনএসওয়ান পরীক্ষা করা গেলে ডেঙ্গু আক্রান্ত কিনা তা শনাক্ত করা যায়। এ কাজেই এন্টিজেন্ট ব্যবহার করা হয়।
গত ১৬ জুলাই থেকে শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হওয়া শুরু হয়। আজ (০১ আগস্ট) বিকেল পর্যন্ত এ হাসপাতাল থেকে ১৩৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। মৃত্যু হয়েছে ২ জনের। এখনও হাসপাতালে ৭৯ জন চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএস/এইচএডি