বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে পাবনা জেলার বেড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইব্যক্তির মৃত্যু হয়।
নিহত চাঁদ ফকির শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামের মৃত মোকছেদ ফকিরের ছেলে।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, নিহত চাঁদ ফকিরের সঙ্গে তারই আপন ভাই মৃত আসমত ফকিরের ছেলে রশিদ ফকিরের পৈতৃক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে সন্ধ্যায় দুপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়।
এতে চাঁদ ফকির, আলম ফকির ও সাদ্দাম ফকির আহত হন। গুরুতর আহত চাঁদ ফকিরকে বেড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত চাঁদ ফকিরের ছোট ভাই আলম ফকিরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত সাদ্দামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী দিয়ে আঘাত করা হয়েছে তা বোঝা যাচ্ছে না।
শুক্রবার (২ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএ/