বৃহস্পতিবার (০১ আগস্ট) আবদুস সালাম স্মৃতি সংসদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াত সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদ ও তার পরিবারের সদস্যদের উদ্যোগে শুক্রবার সকালে মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।
আবদুস সালাম ১৯১০ সালের এই দিনে ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালের ১৩ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এজেডএস/এমএ/