ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সাংবাদিক আবদুস সালামের মৃত্যুবার্ষিকী শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
সাংবাদিক আবদুস সালামের মৃত্যুবার্ষিকী শুক্রবার

ঢাকা: প্রখ্যাত সাংবাদিক, বাংলাদেশ অবজারভারের সাবেক সম্পাদক আবদুস সালামের ১০৯তম জন্মবার্ষিকী শুক্রবার (০২ আগস্ট)। এদিন সকাল ১০টায় বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হবে। 

বৃহস্পতিবার (০১ আগস্ট) আবদুস সালাম স্মৃতি সংসদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াত সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদ ও তার পরিবারের সদস্যদের উদ্যোগে শুক্রবার সকালে মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।  

আবদুস সালাম ১৯১০ সালের এই দিনে ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালের ১৩ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এজেডএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।