ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

নাসিক কাউন্সিলর দুলাল মাদকসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
নাসিক কাউন্সিলর দুলাল মাদকসহ আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধানকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (০১ আগস্ট) সন্ধ্যায় শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম তাকে আটক করে।  

এ সময়ে দুলালসহ ছয়জনকে আটক করা হয়।

তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।  

নারায়ণগঞ্জ ডিবির উপ পরিদর্শক (এসআই) জলিল মাতবর বাংলানিউজকে জানান, সন্ধ্যায় নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে দুলাল প্রধানসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের দেহ তল্লাশি করে ফেনসিডিল ও মাদক পাওয়া গেছে।  

এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।