বৃহস্পতিবার (০১ আগস্ট) এ অভিযান চালানো হয়। এ সময়ে গোডাউন ও কারখানা মালিক কামরুল ইসলাম (৪২) নামে একব্যক্তিকে আটক করা হয়েছে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, বন্দরের আলীনগরে ‘এরাবিয়ান সল্ট’ নামের লবণ তৈরির একটি কারখানা ও সঙ্গে গুদাম ঘরে অভিযান চালানো হয়।
ওই সময় ৫০ কেজি ওজনের ৭৫০ বস্তা ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করা হয়েছে। আটক কারখানা মালিক কামরুল ইসলাম স্বীকার করেছেন- এলবণ শিল্পে ব্যবহৃত হয়। কিন্তু তারা খাওয়ার লবণের সঙ্গে মিশিয়ে প্যাকেট করে বাজারজাত করতেন।
এ ঘটনায় পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএ