বৃহস্পতিবার (০১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পাহাড়পুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার হরিশ্যাম গ্রামের দুলাল মিয়ার মেয়র জামাতা আল আমিন। গত রাতে শ্বশুরবাড়িতে একটি বৈদ্যুতিক লাইট স্থাপনের চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল আমীনকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমএ