ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে এডিস মশা-লার্ভার সন্ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
সিরাজগঞ্জে এডিস মশা-লার্ভার সন্ধান

সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জ পৌরএলাকার বিভিন্ন স্থানে পূর্ণবয়স্ক এডিস মশা ও তার লার্ভার সন্ধান পেয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম। 

তিনি বলেন, গত দুই দিনে সিভিল সার্জন কার্যার্যলয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পৌরএলাকার বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে পর্যাপ্ত লার্ভার সন্ধান পেয়েছেন। এছাড়া পূর্ণবয়স্ক এডিস মশার সন্ধানও পেয়েছেন তারা।

আরো অনেক স্থানেও থাকতে পারে।  

পড়ুন>> সিরাজগঞ্জে ৪০৮ গ্রামের ৮৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত

ডা. জাহিদুল ইসলাম বলেন,  শুধু ঔষধ দিলে হবে না সবাইকে সচেতন হতে হবে। সিভিল সার্জন কার্যালয় থেকে লিফলেট, ব্যানার, প্রচার মিছিল এবং বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন  করা হয়েছে।  

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ ডেঙ্গু নিয়ন্ত্রণে এ রোগের প্যাথলজিক্যাল পরীক্ষার মূল্য ৫০০ টাকা নেওয়ার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

সিভিল সার্জন কার্যালয়ের এন্টোমোলজি টেকনেশিয়ান মো. তোফাজ্জল হোসেন বলেন, গত দুইদিনে সার্কিট হাউজ, পৌরসভাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।  

‘যেখানে আমরা লার্ভা পেয়েছি সেখানে মশা নিধন ঔষধ দেবার পরামর্শ দিয়েছি। পাশাপাশি এই লার্ভা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করার জন্য সংরক্ষণ করেছি। কোথায় কোথায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে তা পৌর কর্তৃপক্ষকেও অবগত করা হয়েছে। ’ 

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।