তিনি বলেন, গত দুই দিনে সিভিল সার্জন কার্যার্যলয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পৌরএলাকার বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে পর্যাপ্ত লার্ভার সন্ধান পেয়েছেন। এছাড়া পূর্ণবয়স্ক এডিস মশার সন্ধানও পেয়েছেন তারা।
পড়ুন>> সিরাজগঞ্জে ৪০৮ গ্রামের ৮৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত
ডা. জাহিদুল ইসলাম বলেন, শুধু ঔষধ দিলে হবে না সবাইকে সচেতন হতে হবে। সিভিল সার্জন কার্যালয় থেকে লিফলেট, ব্যানার, প্রচার মিছিল এবং বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ ডেঙ্গু নিয়ন্ত্রণে এ রোগের প্যাথলজিক্যাল পরীক্ষার মূল্য ৫০০ টাকা নেওয়ার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সিভিল সার্জন কার্যালয়ের এন্টোমোলজি টেকনেশিয়ান মো. তোফাজ্জল হোসেন বলেন, গত দুইদিনে সার্কিট হাউজ, পৌরসভাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
‘যেখানে আমরা লার্ভা পেয়েছি সেখানে মশা নিধন ঔষধ দেবার পরামর্শ দিয়েছি। পাশাপাশি এই লার্ভা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করার জন্য সংরক্ষণ করেছি। কোথায় কোথায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে তা পৌর কর্তৃপক্ষকেও অবগত করা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমএ