বৃহস্পতিবার (০১ আগস্ট) দিনগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থা তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়।
নিহত সেলিম ধামরাইয়ের বালিথা এলাকার কোরবান আলীর ছেলে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন আহমেদ বাংলানিউজকে জানান, রাত ১০টার দিকে ঢাকাগামী একটি মোটরসাইকেল ধামরাইয়ের বাথুলী এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়।
এসময় মোটরসাইকেল আরোহীরা ছিটকে পরে গুরতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হয়।
গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএ