ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

উজিরপুরে ট্রাক-থ্রি হুইলারের সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
উজিরপুরে ট্রাক-থ্রি হুইলারের সংঘর্ষে নিহত ১

বরিশাল:  বরিশালের উজিরপুরে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী থ্রি হুইলারের (মাহিন্দ্র) সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সীমান্তবর্তী ক্রসফায়ার নামকস্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম মো. মিলন সিকদার (৩২)।

তিনি বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের আশ্রাব সিকদারের ছেলে। মিলন থ্রি-হুইলারের চালক ছিলেন।  

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, বরিশাল থেকে ঢাকাগামী একটি ট্রাক দুর্ঘটনাস্থল অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন এর চালক মিলনসহ এক যাত্রী।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে চালক মিলনের মৃত্যু হয়।

ওসি জানান, মিলনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।