ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বিয়ের আসরে কনের বাবাকে খুনের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
বিয়ের আসরে কনের বাবাকে খুনের ঘটনায় মামলা

ঢাকা: রাজধানীর মগবাজারে বিয়ের আসরে কনের বাবাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ওই ঘটনায় আটক সজীব আহমেদ রকিকে (২৩) করা হয়েছে এ মামলার আসামি।

বৃহস্পতিবার (১ আগস্ট) দিনগত রাতে হাতিরঝিল থানায় এ মামলাটি দায়ের করেন হত্যাকাণ্ডের শিকার তুলা মিয়ার (৪৭) ছেলে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ বাংলনিউজকে জানান, ঘটনাস্থল থেকেই আটক সজীবকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তার সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

গত বৃহস্পতিবার (১ আগস্ট) মগবাজারের দিলু রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে তুলা মিয়ার মেয়ে স্বপ্নার বিয়ের আয়োজন চলছিল। এসময় হঠাৎ ওই সেন্টারে ঢুকে তুলা মিয়া ও তার স্ত্রী ফিরোজা বেগমকে ছুরিকাঘাত করে রকি। তখন উপস্থিত জনতা সজীবকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

ছুরিকাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তুলা মিয়া। ফিরোজা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, প্রায় দুই বছর ধরে স্বপ্নাকে উত্ত্যক্ত করে আসছিল সজীব। গত মার্চে সজীবের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলাও করেন তুলা মিয়া। মামলায় গ্রেফতার হয়ে সজীব একমাস জেলও খেটেছে। জেল থেকে বেরিয়ে আবারও স্বপ্নাকে উত্ত্যক্ত করতে থাকে সজীব। স্বপ্নাকে অন্যত্র বিয়ে দেওয়ার বিষয়টিও মানতে পারেনি সে। তাই বিয়ের দিন অতর্কিত হামলা চালিয়ে স্বপ্নার বাবা-মাকে ছুরিকাঘাত করে।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
পিএম/এইচএ/

** কনেকে উত্ত্যক্ত করে আগেও জেল খেটেছেন ঘাতক সজীব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।