শুক্রবার (২ আগস্ট) হাসপাতালটিতে ১১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। বৃহস্পতিবার (১ আগস্ট) এ সংখ্যা ছিল ৭৯ জন।
চিকিৎসাধীন ১১২ জনের মধ্যে পুরুষ ৭১, নারী ২৮ ও শিশু ১৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে পুরুষ ২৮, নারী ১২ ও শিশু ছয়জন।
গত ১৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত বরিশাল মেডিক্যালে মোট ১৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ৭১ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। মারা গেছেন দু’জন।
ডেঙ্গু রোগীদের সুবিধার্থে হাসপাতালে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক ডা. মো. বাকির হোসেন।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমএস/একে