ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ের বাথুলী এলাকায় ট্রাকের ধাক্কায় আহত এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হলো। এ দুর্ঘটনায় আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।

মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (০১ আগস্ট) গভীর রাতে মারা যান তিনি।  

শুক্রবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বৃস্পতিবার (১ আগস্ট) রাতে গুরুতর আহত অবস্থায় তিন জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতেই এক জন মারা যান। এর কয়েক ঘণ্টা পর গভীর রাতে আরেক জনের মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনায় আহত একই এলাকার কাজীমুদ্দিনের ছেলে শাওন মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন- কোরবান আলীর ছেলে সেলিম (২০), আব্দুল খালেকের ছেলে মাসুদ (২০)। তারা উভয়ই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের বাসিন্দা।  

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে ঢাকাগামী একটি মোটরসাইকেল ধামরাইয়ের বাথুলী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল আরোহীরা ছিটকে পরে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়৷

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের পাশাপাশি ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ২ আগস্ট, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।