শুক্রবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১৪।
এর আগে, ভোরে উপজেলার দড়িয়াকান্দি (ইমামনগর) ইউনিয়নের সুবেদ আলী বেপারী বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ।
বিজ্ঞতিতে জানানো হয়, গত কয়েকদিন থেকে ছদ্মবেশে জুয়েলের সঙ্গে যোগাযোগ করে ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরা। পরে তিন হাজার টাকার বিনিময়ে তার কাছ থেকে অস্ত্র ভাড়া নেওয়ার চুক্তি হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার ভোরে ওই দড়িয়াকান্দির বেপারী বাড়ির সামনে অস্ত্রটি দিতে এলে জুয়েলকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় একটি একনলা দেশীয় বন্দুক ও এক রাউন্ড গুলি। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এসআরএস