ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
চকরিয়ায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় সাঁতার কেটে মাতামুহুরী নদী পার হওয়ার সময় নিখোঁজ স্কুলছাত্র মো. তারেকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাজীপাড়া জামে মসজিদ সংলগ্ন মাতামুহুরী নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। তারেক চকরিয়া উপজেলার রুস্তম আলী চৌধুরীপাড়া এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে।

সে লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চকরিয়া উপজেলার হাজীপাড়া জামে মসজিদ সংলগ্ন মাতামুহুরী নদী থেকে সাঁতার কেটে নদীর ওপারে যাওয়ার সময় নিখোঁজ হয় তারেক ও তার বন্ধু শরীফ। এ সময় স্থানীয় লোকজন শরীফকে উদ্ধার করতে সক্ষম হলে তারেককে খুঁজে পাওয়া যায়নি।  

লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার স্কুল ছুটির পর বিকেল সাড়ে ৩টার দিকে তারেক ও তার বন্ধু শরীফ সাঁতারে মাতামুহুরী নদীর ওপারে ফুটবল খেলতে যাচ্ছিলো। এ সময় দু’জনই পানিতে ডুবে গেলে স্থানীয়রা শরীফকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারলেও তারেকের খোঁজ মেলেনি।
 
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সাইফুল হাসান বাংলানিউজকে বলেন, অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধার করা যায়নি। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে সকালে নিখোঁজ ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।