ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ডাক্তার ‘ডেঙ্গু’ বললেও প্রকৌশলী বলছেন ‘ঠাণ্ডা জ্বর’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
ডাক্তার ‘ডেঙ্গু’ বললেও প্রকৌশলী বলছেন ‘ঠাণ্ডা জ্বর’ রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক। ছবি: সংগৃহীত

রাজশাহী: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান প্রকৌশলী আশরাফুল হক ও তার স্ত্রী। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। তারা নিজ বাসায় চিকিৎসাধীন। 

শুক্রবার (২ আগস্ট) রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালেই দু’জনকে দেখে এসেছি।

তারা ভালো আছেন। অবস্থা অনেকটাই স্থিতিশীল। একারণে তাদের বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে আতঙ্কিত না হওয়ার প্রয়োজন নেই।

এক প্রশ্নের জবাবে ডা. আঞ্জুমান আরা বেগম বলেন, করপোরেশনের দাফতরিক কাজে প্রধান প্রকৌশলী আশরাফুল হককে প্রায়ই ঢাকায় যেতে হয়। এ যাওয়া-আসার মধ্যে হঠাৎ তিনি অসুস্থবোধ করেন। একপর্যায়ে তার স্ত্রীরও জ্বর দেখা দেয়। তারা দু’জনেই ডেঙ্গুর লক্ষণগুলো অনুভব করেন।

‘পরে সন্দেহের ভিত্তিতে আশরাফুল হক ও তার স্ত্রীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বৃহস্পতিবার (১ আগস্ট) এ দম্পতির ডেঙ্গুতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। তবে, তিনি রাজশাহীতে নাকি ঢাকায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিত নয়। ’

তবে, ডেঙ্গু হওয়ার বিষয়ে প্রশ্ন করলে রাসিকের প্রধান প্রকৌশলী তা অস্বীকার করেন। তিনি বলেন, ঠাণ্ডা লেগে জ্বর হয়েছে। ডেঙ্গু হলে হাসপাতালে ভর্তি হতাম না?

এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস বাংলানিউজকে বলেন, শুক্রবার (২ আগস্ট) পর্যন্ত ১শ’ ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন। এর মধ্যে, হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড, ডেঙ্গু কর্নার ও বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে চিকিৎসাধীন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৯ জন।  

আকিকুন্নাহার নামে ডেঙ্গু আক্রান্ত এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানান এ চিকিৎসক।

মাত্র এক সপ্তাহ আগে আকিকুন্নাহারের (৬৫) স্বামী স্কুলশিক্ষক আবদুল ওয়াহেদ (৭৫) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন তিনিও লড়ছেন মৃত্যুর সঙ্গে। তারা দু’জনেই ঢাকায় ছেলের বাসায় বেড়াতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে যার যার বসতবাড়ি ও আশপাশে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সিটি করপোরেশনের পক্ষ থেকেও পরিচ্ছন্নতা অভিযান চলছে। শিগগিরই বিভিন্ন ওয়ার্ডে মশকনিধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এসএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।